বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী অভিজান চালিয়ে মাদক, একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ককটেল তৈরির কাঁচামাল ও মোটরসাইকেল উদ্ধার করছে। এ সময় একাধিক হত্যা মামলার আসামিসহ আটজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হিজলা উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ ও মুলাদী উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর তৌফিকের যৌথ নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— তিনটি হত্যা মামলার আসামি মো: ইয়াকুব হাওলাদার (২৫), নয়ন হাওলাদার (২৫), সহযোগী জোবায়ের তালুকদার (২৬), মো: রহমাতুল্লাহ (২৫), রোকেয়া বেগম, মোসা: লাবন, (২৮), মোরশেদা (৪৫) মিতু (২০)। আটকরা সফিপুর ইউনিয়েনের উত্তর বালিয়াতলী এলাকার বাসিন্দা। তাদের মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে।



