রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

‘জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ভারতীয় আধিপত্যবাদবিরোধী বজ্রকণ্ঠ শরিফ ওসমান হাদিকে হত্যা করে এই যুদ্ধ থামানো যাবে না। লাখো হাদি তৈরি হবে এ দেশ থেকে আধিপত্যবাদের মূলোৎপাটনের জন্য।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

রাজশাহীতে জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজশাহী কলেজ মাঠে ছাত্র-জনতার ব্যানারে ওই জানাজার আয়োজন করা হয়।

গায়েবানা জানাজায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমীন।

জানাজার আগে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ভারতীয় আধিপত্যবাদবিরোধী বজ্রকণ্ঠ শরিফ ওসমান হাদিকে হত্যা করে এই যুদ্ধ থামানো যাবে না। লাখো হাদি তৈরি হবে এ দেশ থেকে আধিপত্যবাদের মূলোৎপাটনের জন্য।’