যশোরে গুলি করে রানা প্রতাপ নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মণিরাম উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রানার বাড়ি পাশের কেশবপুর উপজেলায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। ওইসময় তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়েন এবং মারা যান।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে কপালিয়া বাজারসংলগ্ন নিজ বরফকলের সামনে অবস্থান করছিলেন রানা প্রতাপ। ওইসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগলে তিনি লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রজিবুল্লাহ খান হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান।



