বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে দুই জেলেকে ১৫ দিন ও এক জেলেকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি এলাকার ভ্রাম্যমান আদালতে এ সাজা দেয়া হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনীব।
জানা যায়, নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ মাছ ধরা বন্ধে উপজেলা সহকারী কমিশনার ভূমি জি এম এ মুনিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা লিলুফার ইয়াসমিন রজনীর নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে উপজেলার গোয়াইলবাড়ি গ্রামের শহর আলী হাওলাদারের ছেলে মিজান, একই এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে মো: সাকিব ও সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে মিজানুর রহমানকে আটক করা হয়। এছাড়া এসময় অপ্রাপ্তবয়স্ক দুইজনকেও আটক করা হয়।
এসময় গোয়ালবাড়ির সাকিব ও মিজানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও মসজিদবাড়ির মিজানুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনীবের ভ্রাম্যমান আদালত।
এছাড়া, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিশেষ বিবেচনায় আটককৃত অন্য দুই ছেলের কাছ থেকে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি শতদল সরকার জানান, ‘অবৈধভাবে ইলিশ শিকারের অপরাধে সাজাপ্রাপ্ত ৩ জেলেকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।’



