তাহিরপুরে আ’লীগের বহিষ্কৃত নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী গ্রেফতার

নিজ বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো: ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক (বহিষ্কৃত)।

নিজ বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: দেলেয়োর হোসেন।

তিনি জানান, গত ৪ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা করা হয়েছে। এ ছাড়া তিনি সিলেটের একটি মামলার আসামি।