চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের চুয়াডাঙ্গা সদর বোয়ালমারী নামক স্থানে সংঘটিত ডাকাতির ঘটনায় রকিবুল ইসলাম (২৮) নামের একজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতির লুট হওয়া নগদ সাড়ে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটক রকিবুল ইসলাম একই গ্রামের এনামুল ওরফে খানের ছেলে।
সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী ইটভাটার সামনে দেশীয় অস্ত্রে সজ্জিত চারজনের একটি দল সড়কে গাছ ফেলে পথরোধ করেন। তারা মোটরসাইকেল আরোহীদের থামিয়ে অন্তত দু’জনের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই সদর থানা পুলিশ তাৎক্ষণিক তদন্তে নামে। দ্রুত তথ্য সংগ্রহ, এলাকাবাসীর সহায়তা ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে খুব অল্প সময়েই পুলিশ রকিবুলকে সনাক্ত করতে সক্ষম হয়। বিকেলে বিশেষ অভিযান চালালে সন্ধ্যার আগ মুহূর্তে তাকে হাজরাহাটি গ্রাম থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ঘটনার পরই আমরা জড়িতদের সনাক্তে কাজ শুরু করি। নিশ্চিত তথ্য পাওয়ার পর রকিবুলকে আটক করা হয়। তার নিকট থেকে ডাকাতির সাড়ে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে লুট হওয়া মোবাইল ফোন ও অপর তিনজনকে আটকেও অভিযান চলছে।’



