মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
আদালত প্রাঙ্গনে হিটু শেখ
আদালত প্রাঙ্গনে হিটু শেখ |নয়া দিগন্ত

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষী শেষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা।

আজ সোমবার সকল ১০টায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য ছিল। আগামীকাল মঙ্গলবার এ মামলার যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঘোষণা করবেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর মো: মনিরুল ইসলাম মুকুল জানান, সোমবার সকল ১০টায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য ছিল। নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আলোচিত এই মোকদ্দমায় বাদি, সাক্ষী, চিকিৎসক সুরতহাল ও পোষ্টমার্টাম রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তাসহ মোট ২৯ জন সাক্ষী সন্দেহতীতভাবে আসামিদের বিরুদ্ধে প্রমাণ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবী সাক্ষীদের জেরা করে বিন্দু মাত্র টলাতে পারেনি। যুক্তিতর্কে আমরা এই মামলার সকল তথ্য উপস্থাপণ করে আসামি হিটু শেখের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সজিব ও রাতুল শেখের বিরুদ্ধে প্যানাল কোডের ৫০৬ ধারার দ্বিতীয় অংশের ও জাহেদা খাতুনের বিরুদ্ধে ২০১ ধারায় আলামত গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সবোর্চ্চ শাস্তির আবেদন করা হয়েছে। সকল আসামির উপস্থিতিতে মামলার যুক্তিতর্ক শুরু হয়।

এ মামলায় আগামীকাল মঙ্গলবার যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ধার্য্য করবেন বলেও জানান তিনি।