মো: আবুল খায়ের, মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মুখলিছুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই সময় রাজাপুর গ্রামে একটি উঠোন বৈঠকে অংশ নিচ্ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান। বৈঠক চলাকালে রাস্তার পাশে পার্কিং করে রাখা তার গাড়িতে দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।
মাওলানা মুখলিছুর রহমান বলেন, ‘দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। জনগণ ব্যালটের মাধ্যমে এই ইটের জবাব দেবে।’ তিনি এ ধরনের হামলাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি বলে উল্লেখ করেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।



