গাজীপুরের টঙ্গীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টঙ্গী পূর্ব থানার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারাসহ সর্বস্তরের জনগণ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার টিঅ্যান্ডটি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম, যুব সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দীপসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের এক মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত আসামি গ্রেফতারে প্রশাসনের কার্যকর তৎপরতা চোখে পড়ছে না। প্রশাসনের এ নিরবতা দেশবাসীকে গভীরভাবে বিচলিত ও হতাশ করছে।
বক্তারা অবিলম্বে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।



