ঝালকাঠি সংবাদদাতা
নলছিটিতে ডেভিল হান্ট অপারেশন-২ অভিযানে আওয়ামী লীগ নেতা বজলুর রহমান রাঢ়িকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলার কয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বজলুর রহমান ওই এলাকার মরহুম এনায়েতুর রহমান রাঢ়ির ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক।
ডিবি ওসি মো: তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলছিটি উপজেলার কয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। তাকে ঝালকাঠি সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ জানান, সদর থানার একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।



