সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে শাবিপ্রবির চেয়ারম্যান তারেক মনোয়ার ও শাবিপ্রবির সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন |ছবি : নয়া দিগন্ত

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সুনামগঞ্জ শহরের হাসন রাজা মিলনায়তন জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুনামগঞ্জ জেলা পাঠক ফোরামের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে এবং জেলা ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর সুলতান আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে শাবিপ্রবির চেয়ারম্যান তারেক মনোয়ার ও শাবিপ্রবির সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম।

এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১০ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ৩৬৪ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে সেরাদের সেরা ৭ জন ট্যাব বিজয়ীসহ ট্যালেন্টপুল গ্রেডে ৯৪ জন, সাধারণ গ্রেডে ১১১ জন এবং বিশেষ গ্রেডে ১৫৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্টপোষক আব্দুল্লাহ আল মামুন, আবু সুফিয়ান ত্বোহা, আব্দুল মমিন, রাকাব আহমদ শিশির, সুমেল আহমদ ও সুলতান আহমদ, ফোরামের থানা প্রতিনিধি ইকরামুল হক মাজেদ, রাশেদুল হক জিসান, মাসুদ আহমেদ, সাইফ আহমদ, আজিজুর রহমান, আব্দুর রাশিদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রত্যক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, মেডেল স্মারক, বই সার্টিফিকেট, ক্রেস্ট ও শিক্ষা সামগী তুলে দেয়া হয়।