বরিশালে দুই যুবকের লাশ উদ্ধার

বরিশালের উজিরপুর থেকে এবং বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশের কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালে দুই যুবকের লাশ উদ্ধার
বরিশালে দুই যুবকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুর উপজেলার একটি খাল থেকে অজ্ঞাতনামা যুবক (৩২) ও বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশের কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের অপর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ওসি মো: রকিবুল ইসলাম জানিয়েছেন, উপজেলার ওটরা গ্রামের একটি খালে স্থানীয়রা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ওসি আরো জানান, উদ্ধার করা অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

অপরদিকে বৃহস্পতিবার সকালে বরিশাল-কুয়াকাট মহাসড়কের পাশ্ববর্তী কাঠের পোল সংলগ্ন এলাকার রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পরে থাকতে দেখে স্থানীয়রা বাকেরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় নিহতের প্যান্টের পকেট থেকে এনআইডি কার্ড উদ্ধার করে পরিচয় নিশ্চিত করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি খোন্দকার মোহাম্মদ সোহেল রানা জানিয়েছেন, ‘নিহত সাকিব হাওলাদার পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে।’

তিনি আরো জানিয়েছেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন- নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।