মধুপুরে জঙ্গল থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সেগুন বাগানে লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
অধীর সূত্রধরের (৬৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধুপুর থানার পুলিশ।
অধীর সূত্রধরের (৬৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধুপুর থানার পুলিশ। |সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঞ্চলের গভীর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা এলাকার সেগুনবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অধীর সূত্রধর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার গোপি সূত্রধরের ছেলে। তিনি কাঠমিস্ত্রি ছিলেন।

অধীর সূত্র ধরের ভাতিজা মুকুল সূত্রধর জানান, অধীর সূত্রধর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। সারাদিন বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজখবর করে। সন্ধ্যার পরেও তার সন্ধান না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংবাদ দেয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গলের মধ্যে ঝুলন্ত লাশ দেখে তারা তাদের কাকাকে চিনতে পারেন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সেগুন বাগানে লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনা হয়।

তিনি আরো জানান, অধীর সূত্রধরের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।