যশোরের মুড়লী মোড় বাসস্ট্যান্ডে পাঁচটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য এক কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির সদস্যরা যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আবু বকর ঢাকার শ্যামপুর থানার সাইজুদ্দিন রহমানের ছেলে বলে জানা গেছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আবু বকর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। সেসব স্বর্ণে ওজন ৬৯৭ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়। ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।