এটিএম আজহারের মুক্তিতে রাজশাহীতে এতিমদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

২০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে জামায়াতের খাবার বিতরণ
রাজশাহীতে জামায়াতের খাবার বিতরণ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তিতে রাজশাহীতে ২০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ মে) দুপুরে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর চারটি এতিমখানা দাওয়াতুল ইসলাম বশিরাবাদ এতিমখানা, দাওয়াতুল ইসলাম ট্রাস্ট এতিমখানা, দর্শনপাড়া হিফযুল কোরআন মাদরাসা ও এতিমখানা এবং দাওয়াতুল ইসলাম ট্রাস্ট বালিকা এতিমখানায় ২০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল করা হয়।

এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী ও ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলসহ মহানগরীর কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৪ বছর ধরে কারাবন্দি থাকা এ টি এম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি লাভ করেন।