কুমিল্লায় গণঅভ্যুত্থানে হওয়া ৩৮ শহীদের নামে ৩৮ বৃক্ষরোপণ

শহীদ হওয়া ৩৮ ব্যক্তির নামে জেলার বিভিন্ন উপজেলায় ৩৮টি গাছের চারা রোপণ করা হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
সাদমান ও মাসুমের স্মরণে সোনালু ও পলাশের চারা রোপণ করা হয়
সাদমান ও মাসুমের স্মরণে সোনালু ও পলাশের চারা রোপণ করা হয় |নয়া দিগন্ত

কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে প্রত্যেকের নামে একটি করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ নিয়ে শহীদ হওয়া ৩৮ ব্যক্তির নামে জেলার বিভিন্ন উপজেলায় ৩৮টি গাছের চারা রোপণ করা হয়।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের পাশে কুমিল্লা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শহীদ হামিদুর রহমান সাদমান ও শহীদ মাসুম মিয়ার নামে

সোনালু ও পলাশ নামে দুটি বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল মালেক, কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সামাজিক বন বিভাগের কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির, এনসিপি‘র জাহিদুর রহমান অনিক, শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার, শহীদ মাসুম মিয়ার বাবা মো: শাহীন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের পরিচালক আল আমিন।