মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে মাওয়া নৌ-পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামের পদ্মার তীরবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ইলিয়াস নয়া দিগন্তকে জানান, ৪৫ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের নারীর লাশটি কিছুটা গলিত অবস্থায় সামুরবাড়ী এলাকার পদ্মাতীর থেকে উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, পদ্মা নদীতে পানি বাড়তি থাকায় আশপাশের এলাকা থেকে লাশটি স্রোতের টানে এখানে ভেসে আসতে পারে।