আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক এবার দলীয় থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাই তিনি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়বেন।
রোববার (২১ ডিসেম্বর) ফজলুল হকের পক্ষে চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী। এসময় বিএনপি, ছাত্রদল ও যুবদলের উপজেলা এবং জেলার সাবেক বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



