সিলেটে অবৈধ বালু উত্তোলন : ৮ জনকে কারাদণ্ড

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
দণ্ডপ্রাপ্তরা
দণ্ডপ্রাপ্তরা |নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধলাই নদীর বাংকার ও কালাইরাগ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধলাই নদীর বাংকার, কালাইরাগ ও ধলাই সেতুর নিচে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত অবস্থায় হাতেনাতে আটজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো: মানিক মিয়া, মো: শাহ আলম, মো: রিফাত আহমেদ, সঞ্জয় সরকার, হেলাল আহমেদ, মো: হেলাল, মো: জলিল ও রফিকুল ইসলাম।

এর সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটজনকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’