পাঁচবিবি সীমান্তে আবারো বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা

সীমান্তে বেড়া নির্মাণের খবর জানতে পেরে বিজিবি সদস্যদের তৎপরতায় কাজ বন্ধ হয়েছে। আগামীকাল দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে।

Location :

Joypurhat
বিজিবি সীমান্ত
বিজিবি সীমান্ত |নয়া দিগন্ত

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফের সদস্যরা।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্ব উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা সীমান্ত এলাকায় বিএসএফের সদস্যরা শূন্য রেখার কাছাকাছি ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে কাজ শুরু করেন। স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে বিএসএফের সদস্যরা কাজ বন্ধ করতে বাধ্য হন।

বিজিবি জানায়, সীমান্তে বেড়া নির্মাণের খবর জানতে পেরে বিজিবি সদস্যদের তৎপরতায় কাজ বন্ধ হয়েছে। আগামীকাল দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে।

এর আগে, গত শনিবার ভোরে বিএসএফের সদস্যরা একই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবির সদস্যরা বাধা দেন। পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয়া হয়। একই সাথে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানায় বিজিবি।