বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সীমান্তবর্তী দুর্গাপুরে অসহায়, দরিদ্র রোগীদের ফ্রি চক্ষু অপারেশনের পর বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহের বিএনবি হাসপাতালের চিকিৎসকরা দুর্গাপুর গিয়ে ফলোআপ সেবা দেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫০ জন নারী-পুরুষের ১১টি ধাপে চক্ষু অপারেশনের পর ১২৮জন রোগীর মধ্যে ৯৯ জনকে বিনামূল্যে চশমা দেয়া হয়। বাকী অন্যদের বাড়ি বাড়ি গিয়ে চশমা পৌঁছে দেয়া হবে।
ইতোপূর্বে পাশের কলমাকান্দায় শতাধিক রোগীকে ফ্রি চক্ষু অপারেশনের পর বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।