নওগাঁর মান্দায় স্ত্রীর লাঠির আঘাতে তফির উদ্দিন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউপির জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তফির উদ্দিন ওই গ্রামের মরহুম চান্দা মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কথা কাটাকাটির একপর্যায়ে স্বামীর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করেন দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগম। এতে ঘটনাস্থলেই তফির উদ্দিন মন্ডল মারা যান। পরে খবর পেয়ে মান্দা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোসহ একটি হত্যা মামলা করা হয়েছে।