মন্ত্রী পরিষদ সচিব ড. আব্দুর রশিদ

দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Satkhira
মন্ত্রী পরিষদ সচিব ড. আব্দুর রশিদ
মন্ত্রী পরিষদ সচিব ড. আব্দুর রশিদ |নয়া দিগন্ত

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, ‘নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবাইকে সৎ ও দ্বায়িত্বশীল হতে হবে।’

মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, ‘গত ১৬ বছরে লাগামহীন দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার সততা ও দক্ষতার সাথে কাজ করছে।’

ড. আব্দুর রশীদ কালিগঞ্জকে তার নিজ উপজেলা উল্লেখ করে বলেন, ‘এখানকার সার্বিক উন্নয়নে অংশ নিতে পারাটা আমার সৌভাগ্য। সব প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব না হলেও গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফতেমাতুজ জোহরা, কালিগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল কাদির, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান প্রমুখ।

আরো বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, সহকারী অধ্যাপক খায়রুজ্জামান রঞ্জু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির উপজেলা আহ্বায়ক আমির হামজা প্রমুখ।

মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, গণমাধ্যমকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পররবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব উপজেলা চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেন।