রাষ্ট্রীয় অর্থে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে নীলফামারীতে পদযাত্রা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
পদযাত্রা কর্মসূচি পালন করে নীলফামারী জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি
পদযাত্রা কর্মসূচি পালন করে নীলফামারী জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি |নয়া দিগন্ত

নির্বাচনের তফশিল ঘোষণার আগেই রাষ্ট্রীয় কোষাগারের অর্থ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। রাষ্ট্রীয় কোষাগারের অর্থে প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হলে পরবর্তী নির্বাচিত সরকার তা অব্যাহত রাখতে পারবে। এ দাবি পূরণে দেরি হলে তিস্তা এলাকার দুই কোটিরও বেশি মানুষের জীবনে হতাশা আরো গভীর হবে।

নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উত্তরবঙ্গের প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়িত হলে নীলফামারীসহ তিস্তা তীরবর্তী পাঁচটি জেলার মানুষের জীবনমান উন্নত হবে। একইসাথে কৃষি, মৎস্য ও শিল্প খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।’