নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ

দুপুরে উপজেলার স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

Location :

Pirojpur
নির্বাচনী ক্যাম্পে হামলা
নির্বাচনী ক্যাম্পে হামলা |নয়া দিগন্ত

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: মাহমুদ হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে বিএনপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, হামলাকারীরা নির্বাচনী ক্যাম্প অফিসে ঢুকে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং মাহমুদ হোসেনের কয়েকজন কর্মীর ওপর হামলা চালায়। এ সময় ক্যাম্পে টানানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

হামলার বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে মো: মাহমুদ হোসেন বলেন, ‘বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার ছারছীনা শরীফের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। জিয়ারত শেষে স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে একটি আলোচনা সভা চলাকালে বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সমর্থক নাসির তালুকদার, তার ভাইসহ কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালায়।’

তিনি আরো বলেন, ‘হামলায় তার কয়েকজন কর্মী আহত হন এবং অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলার সময় তার নিরাপত্তায় নিয়োজিত দুইজন পুলিশ সদস্য ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।’

মাহমুদ হোসেন অভিযোগ করে বলেন, ‘ভোটের আগেই এ ধরনের হামলা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। এসব ঘটনা আমাকে শেখ হাসিনা আমলের দমন-পীড়নের কথা মনে করিয়ে দেয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে।’

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যৌথভাবে টহল ও মহড়া দিলে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় পরে মাহমুদ হোসেনকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

অভিযুক্ত উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। তাদের অফিসে হামলা হয়েছে কিনা, সেটাও আমার জানা নেই।’

অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যতদূর জানি, মাহমুদ হোসেন বিএনপির বহিষ্কৃত ব্যক্তি। তিনি দলের ছবি ব্যবহার করে সভা করছিলেন। এ নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল বলে শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।’