ঝালকাঠি প্রতিনিধি
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ধরা পড়েছে, অনেক সাক্ষ্য প্রমাণ সামনে আসছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস।’
তিনি বলেন, ‘অপরাধীরা যদি পাশ্ববর্তী দেশে পালিয়ে থাকে, সেখান থেকেও তাদের ফিরিয়ে আনা সম্ভব। আমরা সবাই চাই, শুধু ওসমান হাদির হত্যাকারীদের বিচারই না, এর পেছনে যারা জড়িত সেটা যাতে বের হয়ে আসে। সে যেই হোক না কেনো।’
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঝালকাঠির নলছিটিতে শহীদ শরিফ ওসমান হাদির নামে লঞ্চঘাট নামকরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব ঘটবে না। আমরা আশা করি, যারা সরকারে আসবে তারা শিক্ষাগ্রহণ করবে, জনগণের জন্য কাজ করবে এবং সততার সাথে কাজ করবে। তা যদি না হয় তাহলে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদের কখনো মাফ করবে না।’
তিনি আরো বলেন, ‘এই লঞ্চঘাটটি যেন শহীদ ওসমান হাদির নামে স্থায়ীভাবে থাকে। যেহেতু ওসমান হাদি এই অঞ্চলের সন্তান। এই লঞ্চঘাটটি হলো একটি বড় স্থাপনা। এখানে প্রতিদিন শতশত মানুষ যাওয়া-আসা করে। ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের সন্তান হিসেবে নয়; এখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ওসমান হাদিকে চেনে।’
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মো: মমিন উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব, ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার প্রমুখ।



