ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, এটি কিশোরদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে কিশোর গ্যাং ও মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলার সুযোগ বাড়ানো ছাড়া বিকল্প নেই।
তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন যে দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তুলছেন, তা শুধু নগর উন্নয়ন নয় বরং একটি সুস্থ, সচেতন ও নৈতিক প্রজন্ম তৈরির কার্যকর উদ্যোগ। এ ধরনের উদ্যোগে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও ওয়ার্ডস্থ জামেয়া দারুল মা’রিফ আল ইসলামিয়া মাদরাসা মাঠের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাতের আগে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী লীগের গড়ে তোলা কিশোর গ্যাং আর মাদকের অপসংস্কৃতি নির্মূলে শিশু-কিশোরদের খেলার মাঠে ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলা হচ্ছে।’
তিনি বলেন, ‘এই উদ্যোগ কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল না, বরং দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর বাস্তব চাহিদা ও বিদ্যমান সামাজিক সঙ্কট বিবেচনায় নিয়েই এই পরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছি। মন ভালো না থাকলে কোনো কাজেই আগ্রহ আসে না। আর মন ভালো রাখতে হলে শরীরকে সুস্থ রাখতে হবে। এই দর্শন থেকেই খেলাধুলাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।’
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে নগরীর ১১টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই এসব মাঠ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আগ্রাবাদ এলাকার দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী জাম্বুরী মাঠ উন্নয়ন প্রকল্প প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একইসাথে আগ্রাবাদে শিশু পার্ক পুনরায় চালু করা হয়েছে। এছাড়া মহসিন কলেজ মাঠে প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠ উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে।’
মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘বাকলিয়া স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনায় কাজ চলমান রয়েছে। হালিশহর বিডিআর মাঠে দীর্ঘদিন পর ঘাস লাগানো হয়েছে, যা এখন একটি মনোরম খেলাধুলার পরিবেশে পরিণত হয়েছে। হালিশহর এইচ ব্লক, ফিরোজশাহ মাঠ ও মাদারবাড়ির বালির মাঠসহ নগরীর বিভিন্ন এলাকায় মাঠ সংস্কারের কাজ চলমান রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রিন্সিপাল শায়খ ফুরকানুল্লাহ খলীল, শিক্ষক মাওলানা নুরুল আমিন, মাওলানা আফীফ ফুরকান মাদানী, মাওলানা মাহমুদ মুজিব প্রমুখ।



