কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় জাহাঙ্গীর আলম তপু (৩০) নামে আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় ইউনিয়নের ব্রিশনাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং আহত জাহাঙ্গীর আলম ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদরাসা পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রিশনাল মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাসের সাথে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম অভিমুখে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ফারুক ও জাহাঙ্গীর গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয় এবং জাহাঙ্গীরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



