পঞ্চগড় থেকে নেপালে ২৭৩ টন আলু রফতানি

এ নিয়ে চার হাজার ৪৯৪ টন আলু নেপালে রফতানি হলো। গত সপ্তাহে (১০ এপ্রিল) বন্দর দিয়ে ১৪৭ টন আলু রফতানি করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

Location :

Panchagarh
ট্রাকে রফতানি হচ্ছে আলু
ট্রাকে রফতানি হচ্ছে আলু |নয়া দিগন্ত

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ২৭৩ টন আলু রফতানি করা হয়েছে।

আজ শুক্রবার বাংলাবান্ধ্যা স্থল বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে চলতি মৌসুমে এই বন্দর দিয়ে মোট চার হাজার ৪৯৪ টন আলু রফতানি হলো। গত সপ্তাহে ১৪৭ টন আলু রফতানি হয়েছিল।

তিনি জানান, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার চারটি প্রতিষ্ঠান- থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস এগ্রো এই আলু রফতানি করেছে। তারা বিভিন্ন এলাকা থেকে আলু সংগ্রহ করে নেপালে পাঠিয়েছে।

উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল ও ভারতে নিয়মিতভাবে বিভিন্ন পণ্য রফতানি ও আমদানি হয়।

রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারি ইত্যাদি। অন্যদিকে আমদানি পণ্যের মধ্যে রয়েছে মসুর ডাল, গম, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা, চিটাগুড় ইত্যাদি।