কক্সবাজার চকরিয়া মহাসড়কের মাতামুহুরী সেতুর উপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মাতামুহুরী সেতুর উপরে নবজাতকটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে শিশুটিকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায় তারা। পরে চকরিয়া সরকারি হাসপাতালের কর্মকর্তা ডাক্তার জয়নুল আবেদীন নবজাতকের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতে এ শিশুটির জন্ম হয়েছে। কিন্তু কে বা কারা শিশুটি এখানে রেখে গেছে তা জানা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, এ নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। সকালে কোনো গাড়ি থেকে হয়তো শিশুটি সেতুর উপর রেখে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে কবরস্থানে দাফন করা হয়েছে।