কাউখালীতে ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১

এ সময় তার কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকার জাল নোট পাওয়া যায়। সব মিলিয়ে মোট ২২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Kaukhali
রাঙ্গামাটিতে জাল নোটসহ আটক রিয়াদ
রাঙ্গামাটিতে জাল নোটসহ আটক রিয়াদ |নয়া দিগন্ত

রাঙ্গামাটির কাউখালী বাজার থেকে ২২ হাজার টাকার জাল নোটসহ রিয়াদ (৩১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হাটের দিন উপজেলার ব্যস্ততম বাজারে এ ঘটনা ঘটে।

আটক রিয়াদ চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরমনাই গ্রামের মরহুম শেখ মোহাম্মদ ইসহাকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সপ্তাহিক হাটের দিন ক্রেতা সেজে জাল টাকার বিনিময়ে মালামাল ক্রয় করছিল রিয়াদ নামে এক যুবক। পরে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারাদারসহ ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে। এ সময় তার কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকার জাল নোট পাওয়া যায়। সব মিলিয়ে মোট ২২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

কাউখালী বাজারের ইজারাদার আব্দুল জানান, সপ্তাহিক হাটের দিন ভোর থেকে সাধারণ পাহাড়িরা কাঁচামালসহ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। দীর্ঘদিন ধরে পাইকারী ক্রেতা সেজে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছিল একটি চক্র। ওই জাল টাকার খপ্পরে পড়ে অনেক সাধারণ পাহাড়ি সর্বস্ব হারিয়েছে।

ব্যবসায়ী সুমন জানান, জাল টাকা ছড়ানোর বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারের পর এসব সিন্ডিকেট ধরতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছিলাম। কিন্তু জাল টাকার কারবারিদের ধরতে পারছিলাম না। আজ সকালে এক পাহাড়ি আমার দোকানে কাঁচামাল কিনতে আসলে জাল টাকা শনাক্ত হয়। পরে তাকে সাথে নিয়ে ওই জাল টাকার কারবারিকে ধরতে সক্ষম হই।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, এ ঘটনায় কাউখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটক রিয়াদকে আদালতে পাঠানো হবে।

Topics