পটুয়াখালীর মির্জাগঞ্জের চৈতা দরবার শরীফের পীর, চৈতা নেছারিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রতিষ্ঠাতা, ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের বাবা মাওলানা নূর মোহাম্মদ খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার রাতে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
রোববার (২৩ নভেম্বর) ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে সকাল ৭টার দিকে তার প্রথম জানাজা এবং মির্জাগঞ্জ উপজেলার চৈতা নেছারিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে আসর নামাজের পর মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি তার জীবদ্দশায় উপজেলার চৈতার প্রত্যন্ত অঞ্চলের নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং এমপিওভুক্ত আলিয়া মাদরাসা। তিনি একদিকে একজন প্রখ্যাত আলেমেদ্বীন, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক। মাদরাসা শিক্ষা বোর্ডের অনেক পাঠ্য তার হাতে লেখা। এছাড়া চৈতা নেছারিয়া ফাজিল মাদরাসায় অধ্যক্ষ পদে কর্মরত অবস্থায় মাদরাসা শিক্ষা বোর্ডের বোর্ড অফ গভর্নর ছিলেন তিনি। সংগঠনিকভাবে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় নায়েবে আমির ও মজলিসের সুরের স্পিকার ছিলেন তিনি। এছাড়া বেসরকারি শিক্ষকদের তদানীন্তন একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ কাজী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন। আশির দশকে স্কুল-কলেজ-মাদরাসার সম্মিলিত শিক্ষক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইবতেদায়ী মাদরাসার রূপকার এ আলেম বাংলাদেশের প্রতিনিধি হয়ে বহু দেশে প্রতিনিধিত্ব করার পাশাপাশি দেশের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
এদিকে এ আলেমের মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলর (ডিএসইসি)।
এক শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।



