টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ১০

স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন |প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুজন নির্মাণ শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের মুক্তার আলী (৪৫) ও একই গ্রামের জহের আলী (৪০)।

পুলিশ জানায়, কালিহাতী উপজেলার ঘুনি-সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে ২০ জন নির্মাণ শ্রমিক পিকআপভ্যানে বাড়ি ফিরছিলেন। তারা কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিকাআপের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ১২ জন নির্মাণ শ্রমিক আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।