ডিমলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবারো কেউ পাস করেনি

‘বিদ্যালয়টি বেশির ভাগ সময় বন্ধ থাকে। মাঝে মধ্যে দুই-একজন শিক্ষক-কর্মচারী আসলেও শিক্ষার্থীর দেখা মেলে না। আর যে সকল শিক্ষক রয়েছেন তারা বিভিন্ন পেশা নিয়ে ব্যস্ত। তারা স্কুলে সময় দিতে পারেন না। বাহিরের শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়া হয়।’

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
ডিমলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবারো কেউ পাস করেনি
ডিমলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবারো কেউ পাস করেনি |নয়া দিগন্ত

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে নীলফামারীর একটি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। সবাই ফেল করা বিদ্যালয়টি হচ্ছে নীলফামারী ডিমলা উপজেলাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়। গত বছরেও এই বিদ্যালয় থেকে কেউ পাশ করেনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

সূত্রমতে, গতবারের (২০২৪) সারা দেশে যে চারটি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি তার মধ্যে ছিল নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়। গতবার এই বিদ্যালয় থেকে দুইজন শিক্ষার্থী অংশ নিয়ে দুইজনেই ফেল করে। এবার (২০২৫) চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এবারো কেউ পাস করেননি।

এই স্কুল সর্ম্পকে জানা যায়, ফেল ছাড়া পাসের মুখ দেখেনি স্কুলটি। ২০২৪ সালে এই স্কুলটি থেকে প্রথম দুই শিক্ষার্থী অংশ নেয় এসএসসি পরীক্ষায়। এবার অংশ নেয় চারজন। পর পর দুইবার ফলাফল শূন্য। এই স্কুলের প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন। বিদ্যালয়টি অ্যাকাডেমিক স্বীকৃতি পায় ২০১১ সালের জানুয়ারি মাসে। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও শিক্ষার্থীর সংখ্যা কত তা কেউ জানে না।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টি বেশির ভাগ সময় বন্ধ থাকে। মাঝে মধ্যে দুই-একজন শিক্ষক-কর্মচারী আসলেও শিক্ষার্থীর দেখা মেলে না। আর যে সকল শিক্ষক রয়েছেন তারা বিভিন্ন পেশা নিয়ে ব্যস্ত। তারা স্কুলে সময় দিতে পারেন না। বাহিরের শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়া হয়।’

ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের সাথে সাক্ষাতের চেষ্টা করা হলে তাকে কোথাও পাওয়া যায়নি। এমন কি তার মোবাইলে কল দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।