শ্রমিকদের অধিকার আদায়, ঐক্য সুদৃঢ়করণ ও কল্যাণ নিশ্চিতে ওয়েবসাইট একটি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগর ফেডারেশনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে শ্রমিকরা শ্রম আইন ও বিধিমালা, ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা, ওভারটাইম, ছুটি, নিরাপত্তা বিধান এবং নারী ও শিশু শ্রম সংক্রান্ত আইন সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শ্রম আইনবিষয়ক পরামর্শ ও অভিযোগ জানানোর ব্যবস্থা থাকলে শ্রমিকরা হয়রানি, বরখাস্ত বা বেতনসংক্রান্ত সমস্যায় পড়লে দ্রুত কোথায় যোগাযোগ করতে হবে তা জানতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল আমিন এবং চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর।
উপস্থিত ছিলেন- নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, দফতর সম্পাদক স ম শামীম, সহপ্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম, বাকলিয়া থানা সাধারণ সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।



