রংপুরে ২৫০০ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ

ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রতি বছরেই অন্য প্রকল্পের পাশাপাশি মৌসুমি প্রোগ্রাম হিসেবে দেশের বিভিন্ন জেলায় দারিদ্র পীড়িত এলাকায় কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে।

মো: মফিদুল ইসলাম সরকার

Location :

Pirgachha
ঈদের আমেজে কোরবানির গোশত বিতরণ
ঈদের আমেজে কোরবানির গোশত বিতরণ |নয়া দিগন্ত

রংপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশের (আইআরবি) উদ্যোগে ২৫০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

রোববার (৮ জুন) ঈদের দ্বিতীয় দিন পীরগাছা-কাউনিয়া উপজেলায় চারটি ইউনিয়নে ৭০টি গরু কোরবানির মাধ্যমে ২৪৫০ কোরবানির গোশত বিতরণ করা হয়।

এর মধ্যে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ১৯টি, টেপামধুপুর ইউনিয়নে ১৬টি এবং পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে ১৯টি ও ইটাকুমারী ইউনিয়নে ১৬টি গরু কোরবানি করা হয়েছে। প্রতিটি গরুর গোশত ৩৫টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

শীড প্রকল্পের অধীন মোট দুই হাজার অধিকারভুক্তের মধ্যে এক হাজার ৭৯৬ জন এই কার্যক্রমের আওতায় এসেছেন। বাকি ৬৫৪ পরিবারগুলো সংশ্লিষ্ট ইউনিয়নের অতিদরিদ্র জনগোষ্ঠীর মধ্য থেকে পূর্ববর্তী জরিপের ভিত্তিতে নির্বাচিত হয়েছে।

এ সময় গোশত বিতরণ অনুষ্ঠানে ইসলামিকক রিলিফের কর্মকর্তা সাংবাদিকসহ স্থানীয় সমাজসেবকরা উপস্থিত ছিলেন।

পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়ন থেকে গোশত নিতে আসা রোকেয়া বেগম নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বলেন, আমি কখনো কল্পনাও করিনি, আমাদের ঘরে এ বছর কোরবানির গোশত আসবে। দুই বছর পর আমার সন্তানদের মুখে গরুর গোশত তুলে দিতে পারব। এই ঈদ যেন অনেক কষ্টের পর পাওয়া এক অমূল্য আনন্দ। আমাদের মতো মানুষদের কথা মনে রাখার জন্য ইসলামিক রিলিফকে অন্তর থেকে ধন্যবাদ।

তিনি বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এই কার্যক্রমের মাধ্যমে শুধু ঈদের আনন্দই ভাগাভাগি করেনি বরং সমাজের দরিদ্র শ্রেণির পাশে দাঁড়িয়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রতি বছরেই অন্য প্রকল্পের পাশাপাশি মৌসুমি প্রোগ্রাম হিসেবে দেশের বিভিন্ন জেলায় দারিদ্র পীড়িত এলাকায় কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে।