ঢাকা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, ‘নির্বাচনী ট্রেনের যাত্রা ও গণতন্ত্রের যাত্রা শুরু হয়ে গেছে। যারা মনে করে কাউকে গুলি করে সেই যাত্রা থামিয়ে দেবে তারা বোকার স্বর্গে বাস করছে। কাউকে গুলি করে নির্বাচনের ট্রেন থামানো যাবে না’
শনিবার (১৩ ডিসেম্বর) শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকার ধামরাই উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ‘হাদির উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার না করলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।’
এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ী মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।



