ফেনীতে ফুলকুঁড়ি বিজ্ঞানমেলায় শিশু-কিশোরদের ভিড়

‘নিত্য নতুন আবিস্কারে চমকে দেব বিশ্বটাকে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ফুলকুঁড়ি ফেনী শহর শাখার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বিজ্ঞানমেলায় শিশু-কিশোরদের ভিড়
বিজ্ঞানমেলায় শিশু-কিশোরদের ভিড় |নয়া দিগন্ত

ফেনীতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’র আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ভিড় জমিয়েছে। ‘নিত্য নতুন আবিস্কারে চমকে দেব বিশ্বটাকে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ফুলকুঁড়ি ফেনী শহর শাখার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য কফিল আহমেদ চৌধুরী ও মানসুরুল আলম, ফেনী শাখা সাবেক পরিচালক মীর মোশাররফ হোসেন ফরহাদ, মোহাম্মদ মুশফিকুর রহমান আরাফাত ও আলমগীর হোসাইন।

খালেদ সাইফুল্লাহ মাছুমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিচালক মুজাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শহর পরিচালক মুনতাসীর আহমেদ মাহী।

প্রধান অতিথি বলেন, ‘বিজ্ঞান চর্চা যেকোনো মানুষকে বিকশিত করে। বিজ্ঞান চর্চা সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন। আজকে যে চিন্তাগুলো তোমরা করছো সেই চিন্তাগুলো ধরে রাখবা। তোমরা যারা নতুন প্রজন্ম আছো তোমরা তোমাদের চিন্তাগুলো আরো বৃদ্ধি করবে। আমাদের সমাজে মূল্যবোধের ঘাটতি দেখা দিয়েছে। এটা আমাদের প্রতিটা ক্ষেত্রে বিদ্যমান। মূল্যবোধের বিকল্প নেই। এ জায়গায় আমাদের বিরাট গ্যাপ। অর্থাৎ মূল্যাবোধে আমাদের গুরুত্ব দিতে হবে।’

মেলায় ৩৫টি প্রজেক্টে অংশগ্রহণ করে শিশু-কিশোররা তাদের নানা উদ্ভাবন প্রদর্শন করে। উদ্ভাবন প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলকে পুরস্কার দেয়া হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার দেয়া হয়। মেলোয় শত শত শিক্ষার্থী পরিদর্শনে আসে।