বোয়ালখালীতে কলেজছাত্রীর গোসলের ভিডিও ম্যাসেঞ্জারে প্রচার, গ্রেফতার ৩

‘সোমবার কলেজশিক্ষার্থীর মা তিন যুবকের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে আসামি তিন যুবককে গ্রেফতার করা হয়।’

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Boalkhali

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গোপনে এক কলেজশিক্ষার্থীর গোসলের ভিডিও ফুটেজ ধারণ করে ফেসবুক মেসেঞ্জারে প্রচার করায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা গ্রামের খাজা নগরের আহাম্মদ হোসেনের ছেলে ইমতিয়াজ হোসেন আহাদ (১৮), একই গ্রামের মো: লোকমানের ছেলে আব্দুল শুকুর রায়হান বাদশা (১৬) ও মো: সোলায়মানের ছেলে নুরুল আলম বাঁধন (১৯)।

গ্রেফতার তিনজনকে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

পুলিশ পরিদর্শক জানান, সোমবার কলেজশিক্ষার্থীর মা তিন যুবকের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে আসামি তিন যুবককে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গোসলের সময় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এইসএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ওই শিক্ষার্থীর নগ্ন ভিডিও ধারণ করেন গ্রেফতার তিন যুবক। পরে তারা ওই ভিডিও শিক্ষার্থীর স্বজনদের ফেসবুক মেসেঞ্জারে পাঠান।

মামলার বাদির বরাত দিয়ে ওসি লুৎফুর রহমান জানান, আসামি আহাদ দীর্ঘদিন ধরে কলেজে যাওয়া-আসার পথে ওই নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। এতে সাড়া না দেয়ায় তিনি ক্ষতি করার হুমকি দেন। ১০ নভেম্বর দুপুরে প্রতিবেশীর মাধ্যমে ভিডিও প্রচারের বিষয়টি জানতে পেরে মামলাটি দায়ের করেন ওই শিক্ষার্থীর মা।