ঈদুল আযহা উপলক্ষে সোনাই ৪নং যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে সোনাই বাজারের স্থানীয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল মতিন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ,সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, বিশেষ অতিথি ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবিএস মামুন।
এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ এবং ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সমাজ উন্নয়নে যুবকদের ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও সংবর্ধিত অতিথিকে স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনাই যুব সমাজের নেতৃবৃন্দ ও এলাকাবাসী যারা এলাকার যুবকদের সুশৃঙ্খলভাবে সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য সক্রিয় ভূমিকা রাখছেন।