দোয়ারাবাজারে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন

ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়

‘ধানের শীষ বিজয়ী হলে ছাতক–বাঁশতলার সড়ককে আধুনিক সড়কে উন্নীত করা হবে এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাঁশতলাকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে।’

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
দোয়ারাবাজারে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন
দোয়ারাবাজারে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন |নয়া দিগন্ত

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ধানের শীষ বিজয়ী হলে ছাতক–বাঁশতলার সড়ককে আধুনিক সড়কে উন্নীত করা হবে এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাঁশতলাকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। পাশাপাশি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

এসময় তিনি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ‘আগামীর বাংলাদেশের হাল ধরবেন দেশনায়ক তারেক রহমান।’

বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমির হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম আহমদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন সন্ধ্যায় কলিম উদ্দিন আহমেদ মিলন দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে অপর এক নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেখানে তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়—এটি গণতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ভোটের লড়াই।’ তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।