ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা ফিরোজের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
শিশু মোসা. সাদিয়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: ফিরোজের মেয়ে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বাড়ির সবার অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ ময়ন্তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।