নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার নিজ ফেইসবুক আইডি থেকে বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে পোস্ট করে ভিডিওটি বরগুনার বলে দাবি করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এ নেতা।
বুধবার দিবাগত গভীর রাত ১টার দিকে এমন একটি ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন এ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা।
এ ভিডিওটিতে দেখা যায়, বরগুনা সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভের বহিরাংশে ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক পেট্রোল বোতলে কাঠি জ্বালিয়ে নিক্ষেপ করার সাথে সাথে তা জ্বলে ওঠে।
স্থানীয়দের ধারণা হচ্ছে, স্মৃতি স্তম্ভটির চারদিকে আগেই কোনো দাহ্য কোনো পদার্থ আগেই ছড়িয়ে দেয়া হয়েছিল। তবে এ পেট্রোলের বোতলটিতে কে বা কারা কাঠি জ্বালিয়ে নিক্ষেপ করেছে তা অন্ধকার থাকায় ভিডিওতে যুবককে দেখা যায় না।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসেন বলেন, ‘এ বিষয়টি আমরা পুলিশ প্রশাসন তদন্ত করছে। এসব দোষীদের চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



