ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী বাবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন নেতারা
ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী বাবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন নেতারা |নয়া দিগন্ত

ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী আচরণবিধি মেনে ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনূল অরা তীন সোফিয়ার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লার নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, ওবায়দুল আলম সম্রাট, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর পান্না।

পরে নেতারা উপজেলার সামনের সড়কে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহ-সাধারণ সম্পাদক শিকদার ফারুকুজ্জামান ছোট্ট, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াদুদ, বিএনপি নেতা আলীয়াজ্জামান লাবলু, শহিদুল ইসলাম মিরু মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল, যুবদল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।