মধুপুরে বিপুল পরিমাণে গাঁজাসহ মাদককারবারি আটক

মধুপুরে র‍্যাব-১৪ অভিযান চালিয়ে ১২৭ কেজির বেশি গাঁজাসহ নজরুল ইসলামকে আটক করেছে; আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা, এবং সহযোগী পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
টাঙ্গাইলের মধুপুরে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ
টাঙ্গাইলের মধুপুরে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৩৪) নামের এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নজরুল একই গ্রামের জুব্বার আলীর ছেলে।

র‍্যাব-১৪ সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে প্রথমে নজরুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রাংকের ভেতর থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নজরুলকে জিজ্ঞাসাবাদকালে তার সহযোগী মো: স্বপন মিয়ার বাড়িতেও মাদক মজুত আছে বলে তথ্য দেয়। পরে তাকে সাথে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালালে স্বপনের স্ত্রী জেসমিন (২৭) পালিয়ে যান। ওই বাড়িতে তল্লাশি করে আরো ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা। আটক নজরুল ইসলামসহ পলাতক আসামি স্বপন মিয়া ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।