সরিষাবাড়ীতে ‘মুক্তিযুদ্ধের সময়ের’ ৩ হ্যান্ড গ্রেনেড উদ্ধার

নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

এরআগে সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা (উত্তরপাড়া) এলাকায় রাস্তায় ভেকু দিয়ে মাটি কাটার কাজ করার সময় বস্তুগুলোর সন্ধান মিলে।

এস এম ইব্রাহিম হোসাইন, সরিষাবাড়ী (জামালপুর)

Location :

Sarishabari
উদ্ধারকৃত তিন গ্রেনেড
উদ্ধারকৃত তিন গ্রেনেড |নয়া দিগন্ত

সরিষাবাড়ীতে রাস্তার কাজ করার সময় মাটির নিচে তিনটি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার।

মঙ্গলবার (১০ জুন) বেলা সোয়া ১১টায় সেনাবাহিনীর ১৯ ডিভিশনের ২-ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

এরআগে সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা (উত্তরপাড়া) এলাকায় রাস্তায় ভেকু দিয়ে মাটি কাটার কাজ করার সময় বস্তুগুলোর সন্ধান মিলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ভেকু দিয়ে মাটি কাটার সময় শ্রমিকরা বস্তুগুলো দেখতে পান। খবর পেয়ে তারাকান্দি অস্থায়ী সেনাক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ফরিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর মারুফের নেতৃত্বে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট একটি দল সরিষাবাড়ীতে আসে এবং পর্যবেক্ষণ শেষে গ্রেনেডগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান। তিনি জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডগুলো মহান মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।’