পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন

‘যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবি ও পুলিশ হেফাজতে রয়েছেন।’

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Khagrachari
মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ ইন
মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ ইন |নয়া দিগন্ত

খাগড়াছ‌ড়ি জেলার পানছড়ি ও মা‌টিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জন এবং পানছড়ির সীমান্ত ডাইন চন্দ্র পাড়া দিয়ে সাতজনকে পুশ ইন করা হয়। পরে তাদের আটক করা হয়।

পুশ ইন করা আটক ব্যক্তিরা জানান, ২০১২ সালে তারা কাজের সন্ধানে ভারতের হরিয়ানা রাজ্য যান। সেখান থেকে তাদের আটক করে বিমানযোগে চোখ-হাত বেঁধে ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলায় পুশ ইন হওয়া ১৯ জন বিজিবি’র কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন। পানছড়ি উপজেলার সাতজন থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম ও পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবি ও পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশী নাগরিক হন সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।’