জুলাই সঙ্গীত পরিবেশন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের শোডাউন

‘১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ অনেক জীবনের বিনিময়ে আমরা পেয়েছিলাম। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশবাসী ২য় বার স্বাধীনতা পেয়েছে।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের শোডাউন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের শোডাউন |নয়া দিগন্ত

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা ব্যাপক শোডাউন করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে মিছিলটি শহরের জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

গণমিছিলে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। গণমিছিলের পূর্বে শহীদ খোকন পার্কে শহর আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ অনেক জীবনের বিনিময়ে আমরা পেয়েছিলাম। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশবাসী ২য় বার স্বাধীনতা পেয়েছে। কিন্তু ইনসাফ ভিত্তিক সমাজ ও ইসলামী রাষ্ট্র আজো পাইনি। তাই আরেকটি যুদ্ধ করতে হবে ইসলাম কায়েম করার জন্য। আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে নির্বাচিত করার মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শহর জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল পূর্ব বিরাট সমাবেশে এসব কথা বলেন।

সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম, জামায়াত নেতা অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, আল আমিন, আব্দুল হামিদ বেগ, শহর শিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, নূরুল ইসলাম, ইউনুস আলী,আব্দুর রহমান, আব্দুল ওয়াদুদ পুটু, শহিদুল ইসলাম, আব্দুস ছালাম তুহিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, ইকবাল হোসেন, হেদাইতুল ইসলাম, মাস্টার আনোয়ার হোসেন, শহর শিবিরের সেক্রেটারি সফিকুল ইসলাম প্রমূখ।

সমন্বয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীরা সমাবেশে জুলাই সংগীত পরিবেশন করেন।