ভালুকায় গাড়িচাপায় পথচারী নিহত

ভালুকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় সিরাজুল ইসলাম আকন্দ (৭০) নিহত হয়েছেন; ঘাতক গাড়ি শনাক্ত হয়নি।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভালুকায় গাড়িচাপায় পথচারী নিহত
ভালুকায় গাড়িচাপায় পথচারী নিহত |প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় মেয়ের বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় সিরাজুল ইসলাম আকন্দ (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার কান্দি গ্রামের মোহাম্মদ আলী আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামে তার মেয়ে পপি আক্তারের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মল্লিকবাড়ি মোড়ে মহাসড়ক পাড় হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি।

ভালুকার ভরাডোবা হাউওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, লাশটি উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। লোকজন এলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।