টঙ্গীতে পেট্রোল বোমাসহ গ্রেফতার ২

অজ্ঞাতনামা আরো কিছু সহযোগীর সাথে মিলে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেয়ার পরিকল্পনা করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন গ্রেফতার ব্যক্তিরা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
পেট্রোল বোমাসহ গ্রেফতার ২
পেট্রোল বোমাসহ গ্রেফতার ২ |নয়া দিগন্ত

গাজীপুরে পেট্রোল বোমাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা আসন্ন মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করছিল বলে জানা গেছে। পরে টঙ্গী পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মুন্নু গেটস্থ এমটি মটরস অ্যান্ড টায়ার গ্যালারির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- মো: মবিন (২৫) ও আব্দুর রহিম শরীফ (৩২)। মবিন ঢাকা মহানগরের তুরাগ থানার হরিরামপুর (ভাটুলিয়া মহিলা মাদরাসা সংলগ্ন), হোল্ডিং নম্বর-২৫, ধউর মেইন রোডের মো: সুমনের ছেলে এবং শরীফ ফেনী জেলার সোনাগাজী থানার সোনাপুর গ্রামের মো: দুলালের ছেলে।

এদিকে অজ্ঞাতনামা আরো কিছু সহযোগীর সাথে মিলে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেয়ার পরিকল্পনা করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন গ্রেফতার ব্যক্তিরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো: জাহিদুল হাসান জানান, নাশকতা প্রতিরোধে পুলিশ ব্যাপকভাবে তৎপর রয়েছে। টঙ্গী আব্দুল্লাহপুর ব্রিজ, চন্দনা চৌরাস্তা ও অন্য গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনকে সম্পৃক্ত করা হয়েছে এবং ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও যোগাযোগের মাধ্যমে পুলিশ নিশ্চিত করছে যেন কেউ নাশকতা ঘটাতে না পারে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ-উত্তর) রবিউল হাসান জানান, গ্রেফতারের মাধ্যমে আমরা সময়মতো নাশকতা প্রতিরোধ করতে পেরেছি। জনমনে আতঙ্কের কিছু নেই, পুলিশ সক্রিয়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।